Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
১০ মার্চ ২০১৮ ইং তারিখে জনাব, মো: মাহবুব আলম তালুকদার, জেলা প্রশাসক, নোয়াখালী কর্তৃক সোনাইমুড়ী উপজেলাধীন ৪ নং বারগাঁও ইউনিয়ন পরিষদ ও বারগাঁও ইউনিয়ন ডিজিটাল সেন্টারকার্যালয় পরিদর্শন করেন।
Details

পূর্ব নির্ধারিত সফরসূচি মোতাবেক ১০-০৪-২০১৮ তারিখ ১১.০০ ঘটিকায় সোনাইমুড়ী উপজেলাধীন ৪নং বারগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন ডিসি স্যার। এ সময় সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার টিনা পাল ও সহকারী কমিশনার(ভূমি) ফাহমিদা হক সঙ্গে ছিলেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে অধিকতর গতিশীল করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় ডিজিটালাইজেশনের মাধ্যমে সেবা পৌঁছে দেওয়ার অগ্রণী ভূমিকা পালনের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সকলকে পরামর্শ দেওয়া হয়।  
ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আয় ও সেবা গ্রহীতার সংখ্যা: ১লা জানুয়ারী ২০১৮ হতে পরিদশর্নের তারিখ পর্যন্ত সর্বমোট ৭৯৬ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করে ৩৫,৪৭৪/- টাকা আয় করা হয়।
        
মন্তব্য: ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত উদ্যোক্তার কার্যক্রম ভাল। পরীক্ষান্তে দেখা যায় ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের কার্যক্রম/তথ্যাবলী নিয়মিত অনলাইনে আপলোড করা হচ্ছে। এ ধারা অব্যাহত রাখার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উদ্যোক্তাকে পরামর্শ দেওয়া হল।
সার্বিক মন্তব্য :
১.    এ ইউনিয়ন পরিষদের কার্যক্রম সন্তোষজনক;
২.    ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আঙ্গিনা ও অফিস কক্ষ সমূহ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে;
৩.    ক্যাশ বহি ও উন্নয়ন প্রকল্প সমূহের বাস্তবায়ন তথ্যাবলী এবং নথি সমূহ ধারাবাহিক ভাবে হালনাগাদ রাখতে হবে;
৪.    উন্নয়ন প্রকল্পগুলো যথাযথ নিয়মনীতি অনুসরণ করে ১০০% বাস্তবায়ন নিশ্চিত করতে হবে;
৫.    সেবাপ্রার্থী আগত জনসাধারণ যাতে অযথা হয়রানির শিকার না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে;
৬.    ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণকে আরো গতিশীল ও সেবা প্রত্যাশী জনগণকে সেবা দান নিশ্চিত করতে হবে এবং ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টারের কার্যক্রম নিয়মিত অনলাইনে প্রতিবেদন আপলোড নিশ্চিত করতে হবে;   
৭.    অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে।   
৮.    ইউনিয়ন ওয়েব পোর্টালের অসম্পূর্ণতা দূর করতে হবে এবং ওয়েব পোর্টালের তথ্যাদি নিয়মিত হালনাগাদ করতে হবে;
৯.    পরিদর্শন মন্তব্যের আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।


মো: মাহবুব আলম তালুকদার
জেলা প্রশাসক
নোয়াখালী
ফোন: ০৩২১-৬১০২১, ফ্যাক্স: ০৩২১-৬১০৬২
 

 

Images
Attachments
Publish Date
10/04/2018
Archieve Date
18/07/2018