Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেইসকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
Details

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের ভিজিডি সুবিধাভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মোট ১১১ সুবিধা ভাগি মধ্যে উপস্থিত ৪৩ জনের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মোশারেফ হোসেন।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন সমাজসেবা অফিসার মোঃ মোশারেফ হোসেন, ভিজিডি কার্ড প্রদান সরকারের একটি অতি গুরুত্বপূর্ণ কর্মসূচি। হত দরিদ্র বা দুস্থদের জীবন মান উন্নয়নের জন্য এই কর্মসূচি চালানো হচ্ছে। এই কর্মসূচির অধীনে অতি দরিদ্র মানুষদের কার্ড অনুযায়ী দুই বছর পর্যন্ত প্রতি মাসে ৩০ কেজি চাল প্রদান করা হয়। এছাড়া নানা ধরনের প্রশিক্ষণ দেয়া হয়। অতি দরিদ্র ছাড়াও কোন প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত অসহায় জনগোষ্ঠীকে সাহায্যের জন্য ভিজিডি কার্ড দেয়া হয়।
তিনি আরো বলেন, ভজিডি কর্মসূচি বাংলাদেশ সরকারের একটি সর্ববৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। দুঃস্থ ও অসহায় এবং শারীরিকভাবে অক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়ীত্বের জন্য খাদ্য সহায়তার পাশাপাশি তাদের স্বাবলম্বী/আত্মনির্ভরশীল করার লক্ষ্যে উন্নয়ন প্যাকেজ সেবার আওতায় নির্বাচিত এনজিওর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এই কর্মসূচির উপকারভোগীরা ১০০% মহিলা।
এ সময় উপস্থিত ছিলেন, বারগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য ছালে আহাম্মদ, ইকবাল মাহমুদ ফরেন্স, মোঃ রুহুল আমিন, ইউপি সচিব মোঃ রুহুল আমিন ভূঁইয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Images
Attachments
Publish Date
15/05/2018
Archieve Date
15/06/2018